'Ramadan Special Zakaria Street Foodwalk with TFA - Part 1 | Vlog - 7 | Kolkata\'s Biggest Food Trail'

10:51 Apr 20, 2023
'রমজানের সময় জাকারিয়া স্ট্রিট নতুন রঙে সেজে ওঠে, এবং ইফতারের জন্য বিভিন্ন ধরনের মুখরোচক স্ট্রিটফুড এখানে পাওয়া যায়। জাকারিয়া স্ট্রিট হলো কলকাতার সবচেয়ে পুরনো লোক্যালিটি মধ্যে একটা। নাখোদা মসজিদ থেকে নামায শেষ করার পরে সাধারণ মানুষের ইফতারির জন্য এই জাকারিয়া স্ট্রিত এত খাবারের আয়োজন হয় রমজানের এক মাস ধরে।   যদিও আমি এই প্রথমবারই জাকারিয়া স্ট্রিত গেছি আর কিছুই চিনতাম না তাই আমি আমার Food Hero\'s অর্থাৎ  Food Avengers দের সাহায্য নি।আমরা ফাস্টে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে নেমে একটু এগিয়ে গিয়ে ফেরিস লেন থেকে আমাদের খোঁজ শুরু করি এবং নাখোদা মসজিদ পর্যন্ত হেঁটে গিয়ে আমাদের স্ট্রিটফুড এই জার্নি কমপ্লিট করি। কিন্তু একটা ব্লগ এর মধ্যে পুরো স্ট্রিটফুড এর স্টলগুলো কভার করা পসিবল ছিল না সেই জন্য আমি দুটো পার্টি ভিডিও টা ছাড়তে বাধ্য হয়েছি আশা করি আপনারা ধৈর্য রাখবেন এবং দুটো ভিডিও দেখবেন।   প্রথমে আমরা Adam\'s kebab shop থেকে আমরা খেলাম Beef Suta kebab Rs 60/- , Mutton suta Rs 120/-, Chicken malai Rs 70/- and Beef samosa Rs 8/-. এখানে সুতা কাবাব স্পেশালি খুব ভাল ছিল আমি এরকম আগে কখনো খাইনি আরবি সংসারটাও প্রথমবার খেয়েছি এ দুটো আমার খুবই ভালো লেগেছে আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা চলে যাই Haji liyaqat sweets এ আর এখানে আমরা খেয়েছি হচ্ছে কয়েন জিলাপি। ‌ কয়েন জিলাপির 100gm এর দাম ছিল  Rs 20/- ।   নেক্সট আমরা চলে যাই Al baik (no beef outlet) আর খেয়েছিলাম চিকেন টেংরি কাবাব 200/- for 4 pcs। ঠিক তার একটু দূরেই একটা বিফ হালিম স্টল থেকে আমরা 35 টাকা পার প্লেট করে আমরা বিফ হালিম খাই। দোকানটির কোন নাম ছিল না তাই জন্য আমি এখানে কোন দোকানের নাম বলতে পারছি না তবে হালিম টা খুব ভালো ছিল এবং আমার মনে হয় এটা ডেফিনেটলি আপনাদের ট্রাই করা উচিত। এরপর আমরা ইসলামিয়া হোটেলেও যাই যেখানে চিকেন এবং মটন হালিম পাওয়া যায় আর ওদের ওখানে ভেতরে বসে খাওয়ার জায়গা আছে। ইসলামিয়া হোটেলে Chicken Haleem দাম ছিল Rs 180/-।   এরপর এত গরমে এত স্পাইসি খাবার দাবার খাবার পরে আমরা একটু গলা ভিজিয়ে নিতে কুলফি ফালুদা খেয়েছিলাম একটা স্টল থেকে আর এটারও কোন নাম ছিল না তাই জন্য আমি এখানে উল্লেখ করতে পারছিনা। তবে কোন ফিফার ডাটার দাম ছিল 15 rupees per glass।  এরপরে আরো একটু এগিয়ে এসে আমরা পিয়ারে কাবাব ট্রাই করি। অবশ্যই ইদানীংকালে পেয়ারে কাবাব তো অনেক জায়গায় পাওয়া যায় আমরা দেখেছি কিন্তু এখানে ওরা বিফ মশলা দিয়ে চিকেন কাবাব বানায়। এইটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে ডেফিনেটলি রেকমেন্ট করব এটা ট্রাই করতে। চিকেন পিয়ারে কাবাবের দাম ছিল Rs 20/- per piece.   এরপরে আমরা নাখোদা মসজিদের দিকে এগিয়ে যেতে থাকে এবং ওখানেও যে ফেমাস স্টলগুলো যেমন বেনিফিট স্কিম এর খাবারগুলো ট্রাই করেছি তবে সবকিছু যেহেতু একটা ভিডিওতে দেখানো পসেবল নয় তাই আপনাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ এই ভিডিওটা চট করে দেখে নিন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো।   যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরের ভিডিও টা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।   Digital World by MaxKoMusic | https://maxkomusic.com/ Music promoted by https://www.chosic.com/ Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported https://creativecommons.org/licenses/by-sa/3.0/deed.en_US  Medical Examination by MaxKoMusic | https://maxkomusic.com/ Music promoted by https://www.chosic.com/ Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported https://creativecommons.org/licenses/by-sa/3.0/deed.en_US' 
See also:

comments